;

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

ক্যাপশন নেই

গাজীপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ৬টার দিকে সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় আলেমা টেক্সটাইল লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, ভোগড়া পেয়ারাবাগান এলাকায় আলেমা টেক্সটাইল লিমিটেডের ডাইং ও নিটিং সেকশনে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর, টঙ্গীসহ ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।