Online Desk
;
Online Desk
আপডেট : শনিবার ২২শে মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ক্যাপশন নেই
গোটা ভারত লকডাউন। জীবনযাত্রায় এসেছে অন্যরকম গতি। গৃহবন্দী সাধারণ মানুষ থেকে তারকারা। এই সময় ভক্তদের চোখ তারকাদের দিকে। অনেক তারাকাই বাসায় বসে ভক্তদের বিনোদন দিচ্ছেন। একদিকে অমিতাভ, রজনীকান্ত যখন লকডাউনে বিশেষ ফিল্ম তৈরি করে দেশবাসীকে সচেতন করছেন, তখন সালমান খানের ঘাস খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সকালে সালমান নিজেই ভিডিও পোস্ট করেছেন। জানিয়েছেন, নিজের ‘প্রেমের’ সঙ্গে তিনি ব্রেকফাস্ট সেরেছেন।
উল্লেখ্য, ‘প্রেম’ বলতে এখানে নিজের পোষ্য ঘোড়াকে বুঝিয়েছেন সালমান। যাকে সকালে ঘাস খাওয়াতে গিয়ে নিজেও মজার ছলে ঘাসে কামড় বসিয়ে দেন! খেতে খেতে আবার তাকে বলতে শোনা যায় ,’ইটস ড্যাম গুড ইয়া..’! সেই ঘটনা ধরা পড়েছে এক ভিডিওতে। আর সেই ভিডিও সালমান পোস্ট করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।
সালমান খান নিজে বহু ছবিতেই ‘প্রেম’ নামক চরিত্রে অভিনয় করেছেন। তবে সালমানের জীবনে ‘প্রেম’ কে, তা নিয়ে বহু জল্পনা আছে। সকালে ভাইজান যখন লেখেন, ‘ব্রেকফাস্ট করছি আমার প্রেমের সঙ্গে’ তখন ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়।
কেএ/ডিএ