নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ৮ই জানুয়ারি ২০২৬, ০৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ইরান তার শত্রুদের বিরুদ্ধে প্রয়োজনে ‘আগাম হামলা’ চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। দেশটির নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল মঙ্গলবার এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিবৃতিতে কাউন্সিল জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশটির ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। কাউন্সিল স্পষ্ট করে জানায়, কেবল হামলার পর প্রতিক্রিয়া জানানোতেই তারা সীমাবদ্ধ থাকবে না; বরং দেশের নিরাপত্তার জন্য যেকোনো ‘দৃশ্যমান হুমকি’ আগেভাগেই বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সম্প্রতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাই করতে সামরিক মহড়া চালায়। ওই মহড়ার মাত্র দুই দিন পরই এ ধরনের হুঁশিয়ারি এলো, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
এদিকে দেশটির ভেতরে তীব্র মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের বড় ধরনের পতনের কারণে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনী যখন চাপে রয়েছে, ঠিক সেই সময়ে এই কঠোর বার্তা দিল প্রতিরক্ষা কাউন্সিল।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল সংঘাতের পর ‘ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল’ গঠন করা হয়। কাউন্সিল জানিয়েছে, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা তাদের কাছে ‘রেডলাইন’। এই সীমা কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো ধরনের আগ্রাসন বা শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে উপযুক্ত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। তবে কোন দেশের বিরুদ্ধে এই হুঁশিয়ারি—সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আগেই নাজুক। ফলে ইরানের এই অবস্থান আঞ্চলিক উত্তেজনা ও অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।