নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ৫ই জানুয়ারি ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২–এর আওতায় সারা দেশে ১৪ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২ পরিচালনা করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, গত ৩ জানুয়ারি চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। পাশাপাশি বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিশেষ নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।
দেশব্যাপী যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে যৌথবাহিনীর উদ্যোগে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়।