;

অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২: এ পর্যন্ত গ্রেপ্তার ১৪ হাজার ৫০০ জন

অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২: এ পর্যন্ত গ্রেপ্তার ১৪ হাজার ৫০০ জন

ছবি সংগৃহীত

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২–এর আওতায় সারা দেশে ১৪ হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২ পরিচালনা করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, গত ৩ জানুয়ারি চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। পাশাপাশি বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিশেষ নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।

দেশব্যাপী যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে যৌথবাহিনীর উদ্যোগে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়।